পুস্পার্ঘ অর্পণসহ নানা আয়োজনে হবিগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

স্টাফ রিপোর্টার :
কর্তব্যের তরে, করে গেলে যাঁরা, আত্নবলিদান-
প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান।
এ স্লোগানকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জ জেলায় পালিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩।
হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের জানমাল রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের বিনম্র শ্রদ্ধায় দিবসটি স্মরণ করে হবিগঞ্জ জেলা পুলিশ।

এ দিবস উপলক্ষে ০১ মার্চ ২০২৩ বুধবার হবিগঞ্জ পুলিশ লাইন্সে অবস্থিত পুলিশ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালনসহ নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফেরাত কামনা ও দোয়া করা হয়। এরপর হবিগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে এক আলোচনা ও স্মরণসভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার হবিগঞ্জ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আল মামুন শিকদার প্রমুখ।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

করোনা: বানিয়াচংয়ে ৭ লক্ষাধিক টাকা দরিদ্রদের অনুদান দিল “কারিতাস”

বানিয়াচংয়ে দখলীয় ঘর অন্যকে লীজ :আশ্রয়হীন না করতে ডিসি বরাবরে ভূমিহীন নারীর আবেদন

সাংবাদিক ফখরুল দৈনিক অনুসন্ধানের হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত