বানিয়াচংয়ে রাস্তার ইটসলিং তুলে কন্ট্রাক্টর লাপাত্তা ॥ জনদূর্ভোগ

আব্দুল মালিক, বানিয়াচং (হবিগঞ্জ) থেকে ॥ হবিগঞ্জ জেলার বানিয়াচং ২ নং ইউনিয়নের গরীব হোসেন (চড়িয়ারপাড়) এর রাস্তা থেকে ইটসলিং অপসারণ করে কন্ট্রাক্টর ৫ মাস যাবৎ লাপাত্তা। ফলে রাস্তাটি খনাখন্দে পরিণত হয়ে জনগণ পোহাচ্ছেন অবর্ণনীয় দুর্ভোগ।

এলাকাবাসী জানান, ওই রাস্তাটি দিয়ে গরীব হোসেন মহল্লা, চড়িয়ারপাড়সহ ৪ থেকে ৫ টি মহল্লার হাজার হাজার জনগণ প্রতিদিন যাতায়াত করেন।

প্রায় পাঁচ মাস পূর্বে ওই রাস্তাটির ইটসলিং তুলে নিয়ে যায় মাদারিটুলার সেলিম নামের এক কন্ট্রাক্টর। তাকে তখন ইটসলিং অপসারণ করার কারন জানতে চাইলে সে জানায় সরকারী নির্দেশে ইটসলিং তুলা হচ্ছে।

কিন্তু ইটসলিং নিয়ে গেলেও রাস্তায় কার্পেটিং করতে কন্ট্রাক্টর কিংবা বানিয়াচং এলজিইডি অফিস থেকে কোন পদক্ষেপ নেয়া হয়নি।

জানতে চাইলে বানিয়াচং উপজেলা প্রকৌশলী আলনুর তারেক বলেন, শীঘ্রই ওই রাস্তা পরিদর্শণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

লাখাইয়ে গানের আসর থেকে ফেরার পথে কৃষককে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

প্রধানমন্ত্রীর জন্মদিন: বানিয়াচং যুবলীগ নেতা এড. তুহিনের উদ্যোগে খাবার বিতরণ

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

বানিয়াচংয়ে সরকারী ত্রাণ পেয়ে মহাখুশি সেই ষাটোর্ধ্ব ৪ বন্যার্ত ভিখারিনী