বানিয়াচংয়ে সরকারী ত্রাণ পেয়ে মহাখুশি সেই ষাটোর্ধ্ব ৪ বন্যার্ত ভিখারিনী

জসিম উদ্দিন, সিনিয়র ষ্টাফ রিপোর্টার : হবিগঞ্জের বানিয়াচংয়ে দুর্গম এলাকা গাগড়াকোনা গ্রামের পাশে পানি উন্নয়নের বাঁধের ঝুপড়িতে বসবাস ষাটোর্ধ্ব ৪ বিধবা ভিখারীনির। তাদের ৪ জনেরই নেই কোন পুত্র সন্তান । সম্প্রতি বন্যায় তাদের অশ্রয়স্থল ঝুপড়িখানা ডুবুডুবু অবস্থা। এর মাঝেই মাচাংয়ের ওপরে কোনরকম দিন কাটান। ঝুপড়ি বেদখল হওয়ার ভয়ে যাননি কোন আশ্রয়কেন্দ্রে।

মিডিয়ার কল্যাণে ওই অবহেলিত ৪ বৃদ্ধার করুন অবস্থার নজরকাড়ে প্রশাসন ও ইউপি চেয়ারম্যানের। শনিবার ( ২ জুলাই) বিকালে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ ওই বৃদ্ধাদের হাতে তোলে দেন প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী। ত্রাণ পেয়ে তাদের মলিন মুখখানা যেন নিমিষেই আলোকিত হয়ে ফুটে উঠে আনন্দের হাসি।

২ নং উত্তর পশ্চিম ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া জানান, ইতিমধ্যে তাদের তালিকা তৈরী করা হয়েছে। আগামী বুধবার তাদের কাছে সরকারী চাউল পৌঁছে দেয়া হবে। বন্যার্ত ৪ বৃদ্ধা লতিবুননেছা, লালই বিবি,আয়েশা বিবি ও লালবান বলেন, আমাদের নেই ক্ষেত পুত ও স্বামী। প্রধানমন্ত্রীর সহায়তা পেয়ে আমরা আনন্দিত। তবে প্রধানমনমন্ত্রীর কাছে তাদের আরো একটা দাবী হলো মাথা গোঁজার ঠাঁই সরকারী ঘর চাই।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

হবিগঞ্জ-২ আসনে ব্যাপক উন্নয়ন করায় মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি মজিদ খানকে সংবর্ধনা

বানিয়াচং উন্নয়ন মেলায় ভূমি অফিস চ্যাম্পিয়ন

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

অপরাধ নির্মুলে নবীগঞ্জ থানা পুলিশের গণশুনানি অনুষ্ঠিত