চাকুরী নয়, সেবা

হবিগঞ্জ সংবাদদাতা
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন
হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের ২য় দিনের বাছাই কার্যক্রম এর ২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্প টেস্ট সম্পন্ন হয়েছে। হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি প্রত্যক্ষ তত্ত্বাবধানে আজ ০৩ মার্চ ২০২৩ শুক্রবার সকাল থেকে বাছাই কার্যক্রম শুরু হয়। তিনদিন ব্যাপী বাছাই কার্যক্রমের আজ ২য় দিন।

আগামীকাল ০৪ মার্চ ২০২৩ ২য় দিনের উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে তৃতীয় দিনের বাছাই কার্যক্রম শুরু হবে। এতে পুরুষ প্রার্থীদের ১৬শ মিটার দৌড়, নারী প্রার্থীদের জন্য এক হাজার মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইমিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শারীরিক সক্ষমতার চূড়ান্ত প্রমাণ দিতে হবে। শারীরিক সক্ষমতায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে পরীক্ষায় নিয়োগ বোর্ডের সভাপতি হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম মুরাদ আলি ছাড়াও পুলিশ হেডকোয়ার্টার্স হতে প্রতিনিধি জি. এম আবুল কালাম আজাদ, বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা, মোঃ তানভীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, অন্যান্য সদস্য হিসেবে শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ হবিগঞ্জ, মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপন, হবিগঞ্জ, পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল, হবিগঞ্জ, মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, হবিগঞ্জ, দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার, কুলাউড়া সার্কেল, মৌলভীবাজার, জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, সুনামগঞ্জ সার্কেল, সুনামগঞ্জ, আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার বাহুবল সার্কেল, হবিগঞ্জ,নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার মাধবপুর সার্কেল, হবিগঞ্জ, ডাঃ প্রসূন কান্তি দেব, সহকারি সার্জন, পুলিশ হাসপাতাল, হবিগঞ্জ, ডাঃ ফারহানা ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ এবং জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

হবিগঞ্জে নৌকায় ভোট চাইলেন অধ্যাপক অপু উকিল

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

শেখ হাসিনার সরকার কৃষি ও কৃষকের বন্ধু : উপজেলা চেয়ারম্যান কাশেম চৌধুরী

হবিগঞ্জে পুলিশের গাড়িতে মাইক্রোর ধাক্কা, এএসপি নির্মলেন্দুসহ আহত ৪

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান