স্যার ফজলে হাসান ও ডা.জীবনের পরিবারের পক্ষে ৩ হাজার বানভাসীকে খাবার প্রদান

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি \ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনের পরিবারের পক্ষে হবিগঞ্জের বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার ১৭০ টি ওয়ার্ডে ৩ হাজার বানভাসী পরিবারকে ১৫ লাখ টাকার খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। বানিয়াচং হাসান মঞ্জিলের স্বত্বাধিকারী ব্রাকের প্রতিষ্ঠাতা মরহুম স্যার ফজলে হাসান আবেদ, সাবেক এমপি মরহুম নজমুল হাসান জাহেদ, ডা. সখাওয়াত হাসান জীবন, কয়েস হাসান, মরহুম জুনেদ হাসানসহ ওই পরিবারের বিত্তবান সকল সদস্যের পক্ষে গত ২৪ জুন থেকে ২৮ জুন পর্যন্ত খাবারের প্যাকেট ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসাইন মারুফ, সিনিয়র সহসভাপতি মোস্তফা আল হাদী, সেক্রেটারী নকিব ফজলে রকিব মাখন, জয়েন্ট সেক্রেটারী জাহির হোসেন, বিএনপি নেতা লুৎফুর রহমান, সাদিক আহমেদ, হাসান মঞ্জিল পরিবারের সদস্য তৌহিদ হাসান প্রমুখ।

ডা. জীবন বলেন, করোনা মহামারীসহ বিভিন্ন দুর্যোগে ব্রাকের প্রতিষ্ঠাতা তথা হাসান মঞ্জিলের সদস্য মরহুম স্যার ফজলে হাসান আবেদের পরিবার জনগণের দোরগোড়ায় খাবার ও ওষুধ সহায়তা করে আসছে। এবারের বন্যায়ও আমাদের পরিবারের পক্ষে ১৫ লাখ টাকার খাদ্য সামগ্রী দুর্গত এলাকায় বিতরণ করা হচ্ছে।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

বানিয়াচংয়ে সন্ত্রাসী হামলায় আহত মহিবুরের অবস্থার অবনতি: ঢাকায় প্রেরনের প্রস্তুতি

দেশবাসীর প্রতি শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন এমপি আব্দুল মজিদ খান

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

আজমিরীগঞ্জে আক্রান্তদের ১ মাসের খাবার উপহার দিলেন আ’লীগ নেতা রুয়েল