বানিয়াচংয়ে জুয়া সম্রাট অপুর ছত্রছাঁয়ায় তরুণরা বিপদগামী

ষ্টাফ রিপোর্টার : বানিয়াচং উপজেলা সদর বাগ মহল্লার মৃত তাহের উল্লার পুত্র অপু। সে স্থানীয় বড়বাজার করিম উল্লা রোডে কম্পিউটারে গানলোডের আড়ালে হয়ে উঠেছে অনলাইন জুয়া সম্রাট। তার হাতধরে ক্রিকেট আইপিএলকে ঘীরে এ্যাপসের মাধ্যমে জুয়া খেলছে তরুণ ও যুবকরা। বাদ যায়নি স্কুল পড়ুয়া স্টুডেন্টরাও। অপুর ছত্রছাঁয়ায় প্রতিদিন উড়ছে লাখ লাখ টাকা। ফলে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে মাদকাসক্ত হচ্ছে যুব সমাজ। প্রকাশ্যে অবৈধ ডলার ব্যবসা করে রাতারাতি কোটিপতি বনে যাওয়া অপু যেন অদৃশ্য শক্তির মাধ্যমে রয়েছে ধরাছোঁয়ার বাইরে।

খোঁজ নিয়ে জানা যায়, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ক্রিকেট আইপিএলে উপজেলার সর্বত্র ইধলর৩৬৫ এ্যাপসের মাধ্যমে চলছ জমজমাট জুয়া খেলা। আইপিএল ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলার সময় সক্রিয় হয়ে ওঠে অনলাইন জুয়ারিরা। ওইসকল জুয়ারিদের এ্যাপস খোলাসহ ডলার বিক্রি করে পৃষ্ঠপোষকতা করছে মিনি ক্যাসিনো জুয়া সম্রাট অপু।

বড়াবাজারের ব্যবসায়ী আব্দুর রাজ্জাক জানান, বানিয়াচংয়ে এমন কোন জায়গা নাই যেখানে জুয়া সম্রাট অপুর লোক নেই। অর্থ দিয়ে নিয়োগকৃত নিজস্ব লোকের মাধ্যমে বিভিন্ন পাড়া মহল্লায় উদ্বুদ্ধ করা হচ্ছে সর্বনাশা জুয়া খেলার জন্য। অপুর হাত ধরেই বানিয়াচং হয়ে উঠেছে অনলাইন জুয়ার হট স্পট ও যুব সমাজ ধংস করার কেন্দ্রবিন্দু।

এব্যাপারে অপু জানায়, ডলার ভাঙ্গানোর ব্যবসা করছি এটা সত্য। তবে ডলার দিয়ে লোকজন কি করছে সেটি তাদের নিজস্ব ব্যাপার। বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, খতিয়ে দেখে ব্যবস্থা নিবেন।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

নবীগন্জে দুরারোগ্যে আক্রান্তদের ৪২ লাখ টাকার চেক বিতরণেে এমপি মিলাদ গাজী

বাহুবলে রাত হলেই কাফন মোড়ানো মরদেহ পাওয়া যায় ৩ কিলোমিটার দুরে

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

বানিয়াচংয়ে নারী দিয়ে যুবককে জিম্মি করে মুক্তিপণ আদায়কারী ৪ জন আটক ॥ যুবক উদ্ধার

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান