স্কুল পরিদর্শণকালে কাশেম চৌধুরী : যতদিন বেঁচে আছি মানুষের কল্যাণে কাজ করে যাবো

জীবন আহমেদ লিটন : টানা দেড়বছর করোনার হানা। পুরো সংকটকালে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ঠেলে দিয়ে গ্রাম থেকে গ্রামাঞ্চল চষে বেড়িয়েছেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। করোনা চলাকালীন সময়ে কর্মহীন ও দরিদ্র মানুষকে সরকারী সহায়তার পাশাপাশি তিনি তার এবং তার পরিবারের পক্ষ থেকে বিপুল পরিমান ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেছেন।

এবার ৩৪৫ দিন বন্ধ থাকার পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাবন্ধব উপজেলা পরিষদ চেয়ারম্যান স্কুল খোলার একদিন পরই স্কুলে পৌঁছে শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়া শুরু করেছেন। এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর ২০২১) সকালে ছুটে যান ১০ সুবিদপুর ইউনিয়নের রতœা উচ্চ বিদ্যালয়ে। সেখানে তিনি বেশ কিছুক্ষণ অবস্থান করেন এবং ঘুরে ঘুরে শ্রেণীকক্ষ পরিদর্শন করেন। উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী দৈনিক অনুসন্ধানকে জানিয়েছেন যতদনি শরীরে দম আছে ততদিন মানুষের কল্যাণে তাঁর ছুটে চলা অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

বানিয়াচংয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে মডেল প্রেসক্লাব

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

সড়কে বিমর্ষ লাশ দেখতে চাই না ; গাড়ী চালকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে আবুল কাশেম চৌধুরী

দিরাইয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ২৫ : ভাংচুর অগ্নিসংযোগ