খেলাধুলা প্রতিহিংসা কমায়:বঙ্গবন্ধু  ফুটবল টুর্নামেন্ট’র ফাইনালে এমপি আব্দুল মজিদ খান

জীবন আহমেদ লিটন : হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ্ব-১৭) ২০২১’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২রা জুন) বিকাল সাড়ে ৩টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি।  খেলায় ১নং উত্তর-পূর্ব ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ২নং উত্তর-পশ্চিম ইউনিয়ন ফুটবল দল।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মোঃ সাহিবুর রহমান এর সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আমির হোসেন মাস্টার, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, ২নং উত্তর-পশ্চিম ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, ৪নং ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, আওয়ামীলীগ নেতা ও বানিয়াচং মডেল প্রেসক্লাবের উপদেষ্টা মুত্তাকিন বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন,  বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, উপজেলা ক্রিড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশরাফ সোহেল,ক্রিড়াবিদ মতিউর রহমান মতি ও সাংবাদিক ইমতিয়াজ আহমেদ লিলুসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ প্রমুখ।

প্রধান অতিথিহবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিলও বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জননেতা জনাব আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান মহোদয় বলেছেন বর্তমান সরকারের আমলে দেশের ক্রীড়াঙ্গনে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় মনোযোগী হতে হবে। খেলাধুলা শরীর ও মন উভয়কে সুস্থ রাখে। খেলাধুলায় প্রতিযোগিতা থাকবে প্রতিহিংসা নয়। আজকের খেলায় যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন ও আর যারা বিজয়ী হতে পারেননি তাদের প্রতি রহিল শুভকামনা।

 

 

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

সাংবাদিক খোরশেদ দৈনিক হক ইনসাফ ও টাইম নিউজের প্রতিনিধি নিযুক্ত

লাখাইয়ে মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

বানিয়াচংয়ে সন্ত্রাসী হামলায় আহত মহিবুরের অবস্থার অবনতি: ঢাকায় প্রেরনের প্রস্তুতি