বানিয়াচং থানা পরিদর্শনে সিলেটের ডিআইজি: পুলিশের সার্বিক কাজের সন্তোষ প্রকাশ

জীবন আহমেদ লিটন : হবিগঞ্জ জেলার বানিয়াচং থানা পরিদর্শন করেছেন ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম।   গত সোমবার (২৪ মে) দুপুরে দ্বি-বার্ষিক পরদির্শন করেন তিনি। এসময় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করে পুলিশের একটি সুসজ্জিত দল। থানা পরিদর্শন শেষে বানিয়াচং থানা পুলিশের সার্বিক কাজে সন্তোষ প্রকাশ করেছেন সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম।

পরিদর্শন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বিপিএম,পিপিএম, সিলেট রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মো: শাহিন আলম, অতিরিক্ত পুলিশ সুপার ( বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন ও ওসি (তদন্ত) প্রজিত কুমার দাশসহ অফিসার বৃন্দ।

প্রধান অতিথি ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ কোভিড-১৯ মোকাবেলায় করণীয় সম্পর্কে আলোকপাত করেন এবং আইন শৃঙ্খলা রক্ষায় যথাযথ ভূমিকা পালনে পুলিশ অফিসারদের করণীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরে বানিয়াচং থানা ও খাগাউড়া নবনির্মিত পুলিশ ক্যাম্পের ভবন পরিদর্শন করেন তিনি।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

বানিয়াচংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত দুঃস্থ নারীদের সেলাই মেশিন প্রদান

দৈনিক সময়ের আলোর নগর সম্পাদকের মৃত্যুতে বানিয়াচং প্রেসক্লাবের শোক

৭ বছরেও আলোর মুখ দেখেনি বানিয়াচং গড়ের খাল উদ্ধার অভিযান