ভিবিডি কুষ্টিয়ার উদ্যোগে মাস্ক ব্যবহারে জনসচেতনতামূলক ক্যাম্পেইন

মোঃসোহাগ পারভেজ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : ১২ই নভেম্বর ২০২০,বৃহস্পতিবার ভলান্টিয়ার ফর বাংলাদেশ আয়োজিত ‘ আপনার মাস্ক কোথায়’ করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারে জনসচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন করে ভিবিডি কুষ্টিয়া জেলা। মাস্ক ব্যবহারে জনসাধারণ যাতে আরো বেশি উৎসাহিত হয় সেই লক্ষ্যে ভলান্টিয়ার ফর বাংলাদেশ কুষ্টিয়া জেলার সকল সদস্য এবং জেলার অনেক তরুণ – তরুণী কুষ্টিয়া শহরের গুরুত্বপূর্ণ ৪টি পয়েন্ট মজমপুর গেইট,চৌড়হাস মোড়,থানার মোড় ও লাহিনী বটতলায় সকাল ৯টা থেকে দুপুর ১ পর্যন্ত রাস্তায় চলাচলকারী বিভিন্ন শ্রেনী পেশার মানুষদেরকে মাস্ক ব্যবহারে সচেতন করে। উক্ত ক্যাম্পেইনে ভলান্টিয়াররা মানুষকে সচেতন করার লক্ষ্যে মাস্ক বিতরণ, বিভিন্নরকম প্ল্যাকার্ড,ফেস্টুন দিয়ে পথচারীদের এবং দূরপাল্লার যাত্রীদেরকে সচেতন করে। আপনার মাস্ক কোথায়? ক্যাম্পেইনের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন: মোঃ সোহাগ পারভেজ ও ফয়সাল পারভেজ। জোন ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন ,তারিফ মোস্তাফিজ (চৌড়হাস মোড়) ,আবু বক্কর সিদ্দিকী (আকাশ) ( লাহিনী বটতলা) ,সুমাইয়া ইসলাম সিনথিয়া (থানা ট্রাফিক মোড়) ও কামরুজ্জামান নিশাত ( মজমপুর গেইট) ।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল কুষ্টিয়া; বিভিন্ন সংগঠনের মানববন্ধন

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

ধর্ষণ ও নারী নির্যাতনে প্রতিবাদী মানবতার সেবায় দৌলতপুর  ছাত্র সংস্থার মানববন্ধন

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

লালন শাহ এর ১৩০তম তিরোধান উৎসব (লালন মেলা) স্থগিত