অপরাধ নির্মুলে ইমামদের ভূমিকা রাখার আহ্বান জানালেন এমপি মজিদ খান

জীবন আহমেদ লিটন/শেখ নুরুল ইসলাম ॥ ধর্ষণ, নারী নির্যাতন, বাল্য বিবাহ, মাদক নির্মুল করে পবিত্র সমাজ বিনির্মাণ করতে হলে সম্মানিত ইমামগণকে অগ্রণী ভূমিকা রাখতে হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ এডভোকেট আব্দুল মজিদ খান এমপি। তিনি সোমবার (১২ অক্টোবর) সকাল ১১ টায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে বানিয়াচং ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

হবিগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও বানিয়াচংয়ের ফিল্ড সুপারভাইজার মোঃ সোলায়মানের পরিচালনায় ইমাম সম্মেলনে এডভোকেট আব্দুল মজিদ খান এমপি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার সরকার ইমামদের প্রশিক্ষণের ব্যবস্থা চালু করায় বর্তমানে ইমামগণ স্ববলম্বী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রান। আরও বক্তব্য রাখেন. মাওলানা আব্দাল হোসেন খান, কাজী মাওলানা আতাউর রহমান, প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম মাওলানা আফরোজ মিয়া, ক্বারী মাসুদুর রহমান, মাওলানা তাফসির আহমেদ প্রমুখ। উপস্থিত ছিলেন, এমপি আব্দুল মজিদ খানের একান্ত সচিব মোঃ সেলিম উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের কর্মী আশিকুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জীবন আহমেদ লিটন, সিনিয়র সহসভাপতি শেখ সফিকুল ইসলাম সফিক, সেক্রেটারী মোঃ নজরুল ইসলাম তালুকদার, দৈনিক অনুসন্ধানের বিশেষ প্রতিনিধ শেখ নুরুল ইসলাম প্রমুখ।

এমপি আব্দুল মজিদ খান আরও বলেন, দেশে ৭ লক্ষাধিক মসজিদে প্রতি শুক্রবারে প্রায় ৪ কোটি মুসল্লি মসজিদে নামাজ পড়তে আসেন। তাই প্রতি সপ্তাহে একসাথে ৪ কোটি মানুষকে সঠিক পথে চলার সুপরামর্শ দিয়ে ইমামগণ দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখছেন।

ইমামগণ তাদের বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করে যাওয়ায় তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা মাছ চাষ, গবাধি পশু পালন, প্রাথমিক চিকিৎসাসহ ৬ টি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করায় ইমামগণ আজ নিজেরাই স্বাবলম্বী।

ইমামগণ আরও বলেন, মাননীয় আব্দুল মজিদ খান এমপির ছোঁয়ায় বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলায় বৈপ্লবিক উন্নয়ন সাধন করেছেন। তিনি ইমামগণের সব সময় খোঁজখবর রাখেন। উপজেলার সকল ইমামগণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এডভোকেট আব্দুল মজিদ খানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

উন্নত ও সুশৃঙ্খল সমাজ বিনির্মানে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ :আব্দুল মজিদ খান এমপি

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বানিয়াচং যুবলীগের আলোচনা ও মিলাদ মাহফিল

জমকালোভাবে উদযাপনের সিদ্ধান্ত ;স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে  প্রস্তুতিমূলক সভা