২৪৯ বস্তা চাল লুণ্ঠন : কুষ্টিয়ার কুমারখালিতে ইউপি চেয়ারম্যান রিন্টু বরখাস্ত

মোঃসোহাগ পারভেজ, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হাসান রিন্টু ২০১৮ সালের জুন মাসের বরাদ্দকৃত ভিজিডির’র ২৪৯ বস্তা চাল আত্মসাতের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমানিত হয়েছে।

এ প্রেক্ষিতে কুষ্টিয়া জেলা প্রশাসক বর্ণিত ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউপি পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন। ইউপি চেয়ারম্যান মনির হাসান (রিন্টু) কর্তৃক সংঘটিত অপরাধ মূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউপি পরিষদ) আইন,২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী ইউপি চেয়ারম্যান মনির হাসান (রিন্টু)কে তাঁর স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।গত ২৪ সেপ্টেম্বর ২০২০ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করা হয়।৭ সেপ্টেম্বর ২০২০ ( বুধবার) কুমারখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম (ইউএনও) এ সংক্রান্ত একটি চিঠি তিনি পেয়েছেন বলে নিশ্চিত করেন।উল্লেখ্য যে, মনির হাসান রিন্টু কুমারখালি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

বাড়ি ভাড়া না দিতে পারায় কুষ্টিয়ায় ৯ মাসের অন্তঃসত্ত্বাকে পুড়িয়ে হত্যার চেষ্টা

ঘোড়াঘাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাবেক  ইউপি সদস্য নিহত

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

হতদরিদ্র নারীদের ছাগল ও মুরগী দিলো কুষ্টিয়া অগ্রযাত্রায় মানব কল্যাণ ফা্‌উন্ডেশন

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান