হতদরিদ্র নারীদের ছাগল ও মুরগী দিলো কুষ্টিয়া অগ্রযাত্রায় মানব কল্যাণ ফা্‌উন্ডেশন

মোঃসোহাগ পারভেজ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অগ্রযাত্রায় মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের স্বাবলম্বী করতে অসহায় বিধবা / ডির্ভোসী নারীদেরকে ছাগল ও মুরগী সহায়তা প্রদান করেছে ।  শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০ টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায় বিধবা/ডিভোর্সী নারীদের স্বাবলম্বী করতে ১৪ ইউনিয়নের ১৫ জন নারীদেরকে সহায়তা হিসেবে ছাগল ও মুরগী প্রদান করা হয়। অনুষ্ঠানে অসহায় নারীদের উপস্থিতিতে সরাসরি তাদের হাতে ছাগল ও মুরগী তুলে দেওয়া হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাক্কীর আহমেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সোনালী খাতুন আলেয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মহিউল ইসলাম মহি, আল সালেহ লাইফ লাইন লিমিটেডের কো-অর্ডিনেটর ও সংগঠনের উপদেষ্টা হাজী হুমায়ন কবির, দৌলতপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুল আলিম সাচ্চু, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ চঞ্চল হোসেন। এছাড়াও সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহবায়ক প্রভাষক তানজিন হাসান শাহিন এবং অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন সংগঠনের আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ সাকীল খান।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল কুষ্টিয়া; বিভিন্ন সংগঠনের মানববন্ধন

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

কুষ্টিয়ায় ধর্ষণ ও যৌন নিপীড়নের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

কুষ্টিয়ায় তরুণ সংগঠক ও সাংস্কৃতিকর্মী অকালে প্রয়াত রিকো স্বরণে সভা ও দোয়া মাহফিল