বানিয়াচং প্রতিনিধি : সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও ৫ আগস্ট নাইন মার্ডার নিয়ে তার বিরুদ্ধে আনিত অভিযোগ নিয়ে মুখ খুলেছেন বানিয়াচং উপজেলা বিএনপির সেক্রেটারি নকিব ফজলে রকিব মাখন। তিনি সোমবার (৬ জানুয়ারি) দুপুরে স্থানীয় বড়বাজারে প্রেস কনফারেন্স করে বলেছেন ৫ আগষ্ট বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যার সাথে যারাই জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, তিনি নেতাকর্মীদের ধৈর্য ধারণ করার আহবান জানান।
মাখন বলেন, ১৯৯৪ সাল থেকে ছাত্রদলে যোগদানের মাধ্যমে তিনি রাজনীতি শুরু করে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব দেন। অবশেষে ২০২১ সালে বিএনপির গোপন ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির সেক্রেটারী নির্বাচিত হন। অসংখ্য হামলা মামলা শিকার হয়েও স্বৈরাচারের সাথে কখনো আপোষ করেননি। দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় আওয়ামী সন্ত্রাসিদের হামলায় আহত হয়ে তিনি এখনো ক্ষত বয়ে বেড়ান।
১৯ জুলাই ছাত্র-জনতার সাথে আন্দোলনে নেতৃত্ব দিয়ে ওই আন্দোলনের দাবানল সর্বত্র ছড়িয়ে পড়লে ওই দিনের ঘটনায় তাকে প্রধান আসামী করে পুলিশ মামলা দিলেও তিনি পিছপা হননি, ১৯ জুলাই থেকে শুরু করে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলন চলমান রেখে এর নেতৃত্ব দেন। ৫ তারিখ ৯ জন শহীদ ও ৭৪ জন বুলেট ইনজুর হওয়ার পর দলের ভাপরপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাদের এবং তাদের পরিবারের পাশে থেকেছেন।
বিএনপিসহ সমমনা দল এবং ছাত্র সমন্বয়কদের নিয়ে ৯ হত্যার মামলা দায়েরে সহযোগীতা করেছেন তিনি। তাৎক্ষনিকভাবে সকল সন্ত্রাসির নাম ত্রুটিবশত আসেনি, কিন্তু অজ্ঞাতনামায় বাদ পড়াদের অন্তর্ভূক্ত করা সম্বভব, এর জন্য নেতাকর্মীরা ধৈর্য না হারিয়ে দলের সাথে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। তিনি আরও বলেন, নাইন মার্ডারের মামলায় সাথে জড়িত থাকা নিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এর নামে যে তথ্য প্রচার করা হচ্ছে তা একদমই কাল্পনিক, তিনি অতন্ত বিচ্ছক্ষণতার সঙ্গে পরিস্থিত মোকাবেলায় কাজ করছেন।
মাখন বলেন, পরাজিত শক্তি এবং নিজের দলের মধ্যে মুখোশ পরা দোসররা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন, এরই অংশ হিসেবে তার বিরুদ্ধে কাল্পনিক কিছু অভিযোগ নামে বেনামে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, আমি আশা করবো জনগন, নেতাকর্মী ও দলেল নীতি নির্ধারকরা যাচাই না করে এসকল প্রপাগান্ডা আমলে নেবেন না। ষড়যন্ত্র এখনও থামেনি, তবে ষড়যন্ত্রকারীরা যত শক্তি নিয়েই অক্রামন করুক না কেন তা প্রতিহত করার ক্ষমতা বানিয়াচং বিএনপি পরিবারের রয়েছে, জীবন দিয়ে হলেও বিএনপির ঘাটি ও ইমেজ ধরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।