জীবন আহমেদ লিটন : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচারের লক্ষ্যে বানিয়াচং উপজেলার ৬ নং কাগাপাশা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় চকবাজারে জনসভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন প্রধান অতিথির বক্তৃতায় বলেছেন দীর্ঘ প্রায় ২০ টি বছর দলকে এগিয়ে নিতে বানিয়াচং ও আজরিীগঞ্জ উপজেলার প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে ওয়ার্ড কমিটি করেছি, আড়িয়ামুগুরে হিন্দু ভাইদের দলে যুক্ত করতে সাবেক বিএনপির সেক্রেটারী ফরহাদ হোসেন বকুলকে সাথে নিয়ে দোকানের মাছায় ২ রাত যাপন করে বিএনপি ও কৃষকদলের ওয়ার্ড কমিটি করেছি। আমি একটি স্বচ্ছল পরিবারে জন্ম নিয়েছি, দলের প্রয়োজনে সম্পত্তি বিক্রি করেও কাজ করবো, তবুও নিজে দুর্নীতি করবো না অন্যকেও দুর্নীতি করতে দেব না।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকাল ৪ টায় ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুদ্দিন মিয়ার সভাপতিত্বে ও ছাত্রদল নেতা আল আজাদ হোসেন জাবেদ, যুবদল নেতা নজরুল ইসলাম তালুকদারের যৌথ সঞ্চালনায় জনসভায় ডা. জীবন আরও বলেন, আওয়ামীলীগের নেত্রী শেখ হাসিনা হাজার হাজার মানুষের রক্ত পান করে তার দলের কাউকে না জানিয়ে ভারতে পালিয়ে গেছেন, আর দেশে থাকা তার দলের কিছু কিছু নেতা উস্কানি দিয়ে দেশে অশান্তি করতে চায়। তাদেরকে হুশিয়ারি করে বলতে চাই সাবধান হয়ে যান বিএনপি এদেশের মানুষকে সাথে নিয়ে স্বৈরাচারের দোসরদের প্রতিহত করতে প্রস্তুত আছে।
সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সাবেক আহŸায়ক আলহাজ্ব লুৎপুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোস্তফা আল হাদি, সাবেক সেক্রেটারী জেলা বিএনপির সদস্য ফরহাদ হোসেন বকুল, বর্তমান উপজেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারী জাহির হোসেন। আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা ওয়াহিদুল মুরাদ, তাতীদলের আহŸায়ক মওদুদু আহমেদ, যুবদল নেতা অলিউর রহমান, ইউনিয়ন বিএনপির সেক্রটারি আব্দুল আলিম, হুমায়ুন, কৃষকদল নেতা সেনু দাস প্রমুখ।