সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:১২
দৈনিক ঢাকার সংবাদ

তারেক রহমানের ৩১ দফা প্রচারে শিবপাশায় ডা. জীবনের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

জীবন আহমেদ লিটন : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচারের লক্ষ্যে আজরিীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও পথাসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন বলেছেন প্রায় ৩৮ টি সমমনা দলের সাথে যুগপৎ আন্দোলন ঘোষণা দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ঘোষণা করেছিলেন। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে।

৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশে ঘটবে কৃষি বিপ্লব, আগামী প্রজন্ম হবে দক্ষ ও সুশিক্ষায় শিক্ষীত, সকল ধর্মের মানুষ সমানতালে ধর্মচর্চা করে বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির আইডল। তিনি বলেন ৩১ দফা বাস্তবায়ন হলে মাদক, সন্ত্রাস ও পেশিশক্তির পরাজয় হবে, হবে উন্নত ও স্বনির্ভর বাংলাদেশ। আমাদেরকে ৩১ দফা সম্পর্কে জনগণের দ্বারে দ্বারে গিয়ে ধারণা দিতে হবে, মনে রাখতে হবে জনগণের ভালোবাসা ও সমর্থনই হলো বিএনপির শক্তি। ্এটাও মনে রাখতে হবে পরাজিত শক্তি স্বৈরাচার ও এর দোসররা এখনো সক্রিয়, তাদের ষড়যন্ত্র রুখে দিতে সকলকে একয়োগে কাজ করতে হবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে শিবপাশা ইউনিয়ন পরিষদ থেকে শতশত নেতাকর্মীর র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শিবপাশা বাজারে পথসভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউর রহমান তালুকদার।উপজেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারী মিজানুর রহমান মিজানের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসাইন মারুফ, সাবেক সেক্রেটারি ও বর্তমান জেলা বিএনপির সদস্য ফরহাদ হোসেন বকুল. আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরষ মিয়া, মোশারফ হোসেন বাবুল প্রমুখ।

আরও পড়ুন...

বানিয়াচংয়ে আওয়ালীগ নেতার দাপট ! ২৫ হাজার মন ধান লুপাটের অভিযোগ

অনলাইন ডেস্ক

বানিয়াচংয়ে শিশুদের দিয়ে টয়লেট ক্লীন করান প্রধান শিক্ষক, লিখিত অভিযোগ

অনলাইন ডেস্ক

বানিয়াচংয়ে এসেড’র মতবিনিময়, জেন্ডার বাজেটে দরিদ্র শিক্ষার্থীদের ভাতা বৃদ্ধির তাগিদ

অনলাইন ডেস্ক