বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী মডেল প্রেসক্লাবের উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাতী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বানিয়াচং উপজেলা শাখার সভাপতি আরশাদ ফজলে খোদা লিটন। শনিবার (১৪ ডিসেম্বর) তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় বলে নিশ্চত করেছেন মডেল প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার বানিয়াচং প্রতিনিধি জীবন আহমেদ লিটন।
আরশাদ ফজলে খোদা লিটন হবিগঞ্জ জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক ও বানিয়াচং স্টার ক্লাবের সেক্রেটারি হিসেবেও সুনামের সহিত দায়িত্ব পালন করছেন। তিনি স্নাতকোত্তর ডিগ্রী লাভ করে বর্তমানে এল এল বি অধ্যয়ন করছেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক।