17 C
dhaka
শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৫৬
দৈনিক ঢাকার সংবাদ

বানিয়াচংয়ে এসেড’র মতবিনিময়, জেন্ডার বাজেটে দরিদ্র শিক্ষার্থীদের ভাতা বৃদ্ধির তাগিদ

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে স্থানীয় পর্যায়ে শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সভাকক্ষে এসেড হবিগঞ্জ ও গণসাক্ষরতা অভিযান’র আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদারের সভাপতিত্বে ও এসেড হবিগঞ্জের প্রজেক্ট অফিসার ফৌজিয়া আক্তারের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসেড হবিগঞ্জের প্রোগ্রাম ম্যানেজার নির্মল কুমার বিশ্বাস।অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আতাউর রহমান,বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, মডেল প্রেসক্লাব সভাপতি জীবন আহমদ লিটন,

জামেয়া রেদওয়ানিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলনা আতাউর রহমান প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সভায় আগামী জেন্ডার বাজেটে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি ও দরিদ্র শিক্ষার্থীদের ভাতা বৃদ্ধির তাগিদসহ গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন বক্তারা।

আরও পড়ুন...

যুবসমাজকে দেশ গড়ার যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, বানিয়াচংয়ে ইউএনও

অনলাইন ডেস্ক

বানিয়াচংয়ে প্রেসক্লাবের সভায় বক্তারা,গণদাবী মেনে ইসকনকে নিষিদ্ধ করুন

অনলাইন ডেস্ক

স্বাধীন দেশে ফ্যাসিস্টদের স্থান নেই,বানিয়াচংয়ে বিএনপির সভায়-মারুফ

অনলাইন ডেস্ক