বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : বানিয়াচং মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য খোরশেদ আলম জাতীয়তাবাদী কৃষকদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় তাকে বানিয়াচং মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে বড়বাজার সাবরেজিস্ট্রার অফিসের সামনে বানিয়াচং মডেল প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটনের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারী আবু হানিফ বিন সাঈদের পরিচলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তি খোরশেদ আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক অলিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাসাসের সিনিয়র সহসভাপতি আলা হোসেন। আরও বক্তব্য রাখেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের সেক্রেটারী শামীম আহমদ চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শফিউল করিম ফুয়াদ, কোষাধ্যক্ষ শেখ আবু ইছহাক, নির্বাহী সদস্য হেলাল আহমেদ ও আরমান মিয়া।
অনুষ্ঠানে সংবর্ধিত খোরশেদ আলমকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।