বিল্লাল হোসাইন দিনাজ : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় উপজেলা বিএপির সভাপতি মুজিবুল হোসাইন মারুফ বলেছেন, জুলাই বিপ্লবে হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, তাদের রক্তে অর্জিত হয়েছে বাক স্বাধীনতা। দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের পর অর্জিত বিজয়কে ভুলণ্ঠিত করতে হায়নারা এখনও সক্রিয়, হুঁশিয়ার করে দিচ্ছি নতুন বাংলাদেশে পুরাতন কিংবা নব্য ফ্যাসিস্টের কোনো স্থান হতে দেওয়া হবে না, জাতি হাজারো ছাত্র জনতার রক্তের সাথে বেঈমানি করবে না।
বৃহস্পতিবার (৭ নভেম্বর ) বিকেলে স্থানীয় শহীদ মিনারে উপজেলা বিএনপির সেক্রেটারী নকিব ফজলে রকিব মাখন সভাটি পরিচালনা করেন। মাখন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজকের এই দিনে সিপাহী জনতা বাকশালীদের কবল থেকে উদ্ধার করে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনছিলেন। ৭ নভেম্বরের চেতনায় দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিএনপি গণমানুষকে সাথে নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এদেশের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে আসছে, যতদিন ভোটের অধিকার ফেরৎ না আসবে ততদনি সংগ্রাম চলবে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা বক্তৃতা করেন। উপস্থিত ছিলেন,বিএনপিসহ এর অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও জনতার একাংশ।