30 C
dhaka
বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৮
দৈনিক ঢাকার সংবাদ

বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে বড়বাজার সাবরেজিস্ট্রার অফিস রোডস্থ ক্লাবের কার্যালয়ে মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার বানিয়াচং প্রতিনিধি জীবন আহমেদ লিটনের সভাপতিত্বে ও সেক্রেটারী দৈনিক ভোরের ডাক পত্রিকার বানিয়াচং প্রতিনিধি শামীম আহমেদ চৌধুরী সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন, ক্লাবের সিনিয়র সহসভাপতি আবুল বাশার সুয়েম, সহসভাপতি মিজানুর রহমান মিজান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাজী মাওলানা হাফেজ মোকাররম হোসেন সুহেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শফিউল করিম ফুয়াদ, প্রচার সম্পাদক আবু হানিফ বিন সাঈদ, সাংবাদিক শেখ আবু ইসহাক প্রমুখ।

সভায় মডেল প্রেসক্লাবের সাবেক আইন বিষয়ক সম্পাদক আবুল বাশার সুয়েমকে সিনিয়র সহসভাপতি হিসেবে পদোন্নতি দেওয়া হয় এবং সে বানিয়াচং সিএনজি মালিক সমিতির অন্তবর্তীকালীন সভাপতির দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়। অপর দিকে ক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাজী মাওলানা হাফেজ মোকাররম হোসেন সুহেল বানিয়াচং ২ নং উত্তর পশ্চিম ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার (কাজী) হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁকেও ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

তাছাড়া দৈনিক অনুসন্ধান নিউজ পোর্টালের স্টাফ রিপোর্টার কবির আহমেদকে ক্লাবে অন্তভ‚ক্ত করে তাকে ক্লাবের আইন বিষয়ক সম্পাদক হিসেবে এবং দৈনিক হবিগঞ্জের বাণী পত্রিকার বানিয়াচং প্রতিনিধি শেখ আবু ইসহাককে ক্লাবে অন্তর্ভূক্ত করে তাকে নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এছাড়া সকলের সম্মতিক্রমে মডেল প্রেসক্লাবের কার্যালয় বড়বাজার মধ্যবাজার থেকে স্থানান্তর করে সাবেরেজিস্ট্রার রোডের আনফর উল্লাহ মার্কেটে নিয়ে আসার সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন...

আগস্ট বিপ্লবে হতাহতদের ১৮ লাখ টাকা উপহার দিলেন ডা. জীবন

অনলাইন ডেস্ক

যুবসমাজকে দেশ গড়ার যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, বানিয়াচংয়ে ইউএনও

অনলাইন ডেস্ক

লাখাইয়ে দূর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগীতা

অনলাইন ডেস্ক