যথাযথ ভাবগাম্ভীর্যে জাতীয় গণহত্যা দিবস পালন করেছে বানিয়াচংয়ের প্রশাসন

শফিউল করিম ফুয়াদ : যথাযথ ভাবগাম্ভীর্যে জাতীয় গণহত্যা দিবস উদযাপন করেছে বানিয়াচং উপজেলা প্রশাসন। এ উপলক্ষে সোমবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী মোঃ আঙ্গুর মিয়া, সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম প্রধান, মৎস্য অফিসার বুরহান উদ্দিন, ইউপি চেয়ারম্যান ছাদিকুর রহমান প্রমুখ।

আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, পিআইও মলয় কুমার দাস, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন, যুবলীগ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান খান তুহিন, মডেল প্রেসক্লাবের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শফিউল করিম ফুয়াদ, সাংবাদিক তাপস হোম প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ২ শে মার্চ মধ্যরাতে ঘুমন্ত বাঙালির ওপর সশস্ত্র হামলা চালিয়ে পাক হানাদাররা ইতিহাসে ঘৃণীত জাতি হিসেবে চিহ্নিত হয়েছে। ৭ মার্চে বঙ্গবন্ধুর ভাষণের ফলে জাতি স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত ছিল,তাই ২৬ মার্চ থেকে এদেশের আপামর মানুষ যুদ্ধে ঝাপিয়ে পড়েন এবং ৯ মাস যুদ্ধ করে এনে দেন লাল সবুজের পতাকা

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

বানিয়াচংয়ে তহশিলদার রেজাউলের ঘুষ বানিজ্যে অতিষ্ট সেবা প্রত্যাশীরা

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

চুনারুঘাটে টমটম চালক হত্যাকান্ডের রহস্য উদঘাটন :২আসামী গ্রেফতার করলো পিবিআই

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

শেখ হাসিনার উন্নয়নে সারাদেশে বইছে নৌকার জোয়াড়:আব্দুল মজিদ খান এমপি

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান