খেলাধূলা সুন্দর সমাজ বিনির্মানের অন্যতম মাধ্যম-এমপি রুয়েল

আবু হানিফ বিন সাঈদ: হবিগঞ্জ-২ (বানিয়াচং আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেছেন, খেলাধুলা মানুষের শরীরের বিকাশ ঘটায়, সুস্থ দেহ ও আলোকিত মানুষ হতে হলে খেলাধূলার বিকল্প নেই। সুন্দর সমাজ বিনির্মানের অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা।

তিনি বলেন স্মার্ট বানিয়াচং আজমিরীগঞ্জ গড়ে তুলেতে ক্রীড়া ও শিক্ষাকে গুরুত্ব দেব। বুধবার (১৭ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকায় এল আর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ৫২ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি রুয়েল এসব কথা বলেন।

বানিয়াচং মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক তত্বাবধানে মাধ্যমিক পর্যায়ে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে ২ দিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন, আওয়ামীলীগের সেক্রেটারী মোঃ আঙ্গুর মিয়া, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম আকবর চৌধুরী, সেক্রেটারী আহসান হাবীব মানিক।

আরও বক্তব্য রাখেন আমবাগান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিনুর রহমান। মুল প্রবন্ধ উপস্থাপন করেন মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুল হক। পরে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এমপি।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

বানিয়াচংয়ের আবুল কাশেম লন্ডনীর আর্থিক অনুদান ও সমাজসেবা অনুকরনীয়

অনলাইনে এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে চলতি মাসেই

বানিয়াচংয়ে তহশিলদার রেজাউলের ঘুষ বানিজ্যে অতিষ্ট সেবা প্রত্যাশীরা

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান