আব্দুল মালিক: হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আগামী ২৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সেবা ও প্রচার সপ্তাহ উদযাপনের লক্ষ্যে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি মোঃ আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামীমা আক্তার।
মুল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা পরিবার পরিবকল্পনা কর্মকর্তা আবু কায়সার মোঃ আব্দুল হাদি। এতে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, ছাদিকুর রহমান, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন, বানিয়াচং রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি শেখ মোঃ নুরুল ইসলাম। এডভোকেসী সভায় উপজেলার ১৫ টি ইউনিয়নের মাঠ পর্যায়ের কর্মীবৃন্দ, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।