উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন, কৃষিপণ্য বিতরণকালে আবুল কাশেম চৌধুরী

আবু হানিফ বিন সাঈদ : হবিগঞ্জের বানিয়াচংয়ে কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২৩-২৪ অর্থবছরের রবি মৌসুমের এর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সহায়তা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।সোমবার (২০ নভেম্বর)  দুপুর ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।

 উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা উপ সহকারি কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ এর সঞ্চালণায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৪নং ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, ১২ নং ইউপি চেয়ারম্যান মোঃ ছাদিকুর রহমান প্রমূখ। সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: এনামুল হক

উপস্থিত ছিলেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন, সেক্রেটারী মোঃ আব্দাল মিয়া, রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি শেথ মো: নুরুল ইসলাম প্রমুখা।  

প্রধান অতিথির বক্তৃতায় আবুল কাশেম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণ কৃষকরা আধুনিক যন্ত্রপাতি পেয়ে সহজেই গোলায় ধান উঠাতে পারছেন। দেশে অনেক সরকার এসেছে, কিন্ত একমাত্র আওয়ামীলীগ সরকারই বিনা মুল্যে সার-বীজ ও ভর্তুকি দিয়ে কৃষককে যন্ত্রপাতি দেওয়া অব্যাহত রেখেছে।

তিনি আরও বলেন, আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপির পরিশ্রমে ভাটি এলাকা উন্নয়নের রোল মডেল। বানিয়াচং আজমিরীগঞ্জবাসীর প্রত্যাশা আবারও আব্দুল মজিদ খানকে নৌকা প্রতীক উপহার দেবেন জননেত্রী শেখ হাসিনা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে আবারও নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি ২ কেজি করে সুপার হাইব্রীড (এফ-১) ধানের বীজ বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

বানিয়াচংয়ের সাবরেজিস্ট্রার পাশা মানছেননা সরকারী আইন

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে  আতঙ্কিত হবেন না:উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

সংবিধান দিবসে বিএনপিকে এমপি মজিদ খান: সহিংসতা বন্ধ করে নির্বাচনে আসুন

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান