গাড়িতে আগুন দিয়ে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারে বিএনপি-জামায়াত: স্থানীয় সরকারমন্ত্রী

জীবন আহমেদ লিটন : হবিগঞ্জের বানিয়াচংয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নবনির্মিত উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি প্রধান অতিথির বক্তৃতায় বলেছেন, হরতাল অবরোধের নামে গাড়িতে আগুন দিয়ে জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরে দেশে অশান্তি তৈরী করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তাদেরকে বয়কট করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আবারও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতার মসনদে বসাতে হবে।

মন্ত্রী আরও বলেন বিএনপি জামায়াত ২০০১ সালে দেশীয় ও আনন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসে দেশের অর্থনীতি ধ্বংস করেছিল, খাদ্যের জন্য দেশে হাহাকার সৃষ্টি হয়েছিল। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বংসম্পূর্ণ, বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোলমডেল। তিনি বলেন বানিয়াচং আজমিরীগঞ্জ একসময় ছিল বর্ষায় নাও আর হেমন্তে পাও, আব্দুল মজিদ খান এমপি ও উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর মাধ্যমে হাওর অঞ্চলের দৃশ্যপট পাল্টে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকাকে বিজয়ী করতে হবে।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে স্থানীয় উপজেলা পরিষদ চত্তরে উদ্বোধন পরবর্তী সমাবেশটি জনশ্রæতে পরিনত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি মোঃ আবুল কাশেম চৌধুরী। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়ার পরিচালনায় জনসভায় বিশেষ অথিথির বক্তৃতা করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজিমরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান,

সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামীলীগের সেক্রেটারী অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন খান, জার্মান আওয়ামীলীগের সেক্রেটারী আব্বাছ আলী চৌধুরী, বানিয়াচং আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার, সেক্রেটারী আঙ্গুর মিয়া প্রমুখ।

উল্লেখ্য ভবন উদ্বোধনে আসার প্রাক্কালে ১০ নং সুবিদপুর ইউনিয়নের হাওর পাড়ের মানুষের জীবন মান উন্নয়নের জন্য নির্মিত হবিগঞ্জ-বানিয়াচং আর এইচ এন রোড হতে প্রতাপপুর সড়ক ও একই সড়কে নির্মিত চেইনেজ ৮৪ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার বীজ উদ্বোধন করেন।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

সারাদেশে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৫৭১ জন, ২ জনের মৃত্যু

শেখ হাসিনার উন্নয়নে সারাদেশে বইছে নৌকার জোয়াড়:আব্দুল মজিদ খান এমপি

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৩ লাখ ৫৭ হাজার ছাড়ালো