বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সভা: বস্তনিষ্ঠ সাংবাদিকতার বাতিঘর বললেন উপদেষ্টারা

নিজস্ব প্রতিবেদক : বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) সকাল ১০টায় কার্যালয়ে মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার বানিয়াচং প্রতিনিধি জীবন আহমেদ লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়ার সঞ্চালণায় সভা অনুষ্ঠিত হয়। এতে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল প্রেসক্লাবের উপদেষ্টা গোলাম কিবরিয়া লিলু, মোত্ত্বাকিন বিশ্বাস, শেখ শাহনেওয়াজ ফুল মিয়া ও মোঃ শাহিবুর রহমান।

সভায় বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক বনভোজনসহ নানান গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়াও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি সৃজনশীল কার্যক্রমেরও ভূয়সী প্রশংসা করেন উপদেষ্টাবৃন্দ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু,

সিনিয়র সহ সভাপতি লিলু আহমেদ,সহসভাপতি শামীম আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল হাসান সাগর,নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন ও আব্দুল মালিক প্রমুখ। পরে সবাইকে নিয়ে মধ্যাহ্নভোজ করা হয়।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

সামান্য মনোমানিল্যেই স্ত্রী কেটে দিলেন ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ

করোনায় মৃত্যুর দায় সরকারকে নিতে হবে: ফখরুল

সিলেটের মহানগর হাকিম আদালতে লোমহর্ষক জবানবন্দি দিয়েছেন ধর্ষিতা তরুণী

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান