আবু হানিফ বিন সাঈদ : হবিগঞ্জ জেলার বানিয়াচং থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় থানা চত্তরে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) আবু হানিফের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, কমিউিনিটি পুলিশিং বানিয়াচং শাখার সেক্রেটারী বিপুল ভ‚ষণ রায়, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, জেলা ইমাম সমিতির সভাপতি কাজী মাওলানা আতাউর রহমান, আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি জীবন আহমেদ লিটন,
ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, মিজানুর রহমান মিজান, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সেক্রেটারী স্মৃতি চ্যাটার্জী কাজল, প্রিয়তোষ রঞ্জন দেব, রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি শেখ নুরুল ইসলাম। উপস্থিত ছিলেন, মডেল প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ আব্দাল মিয়া, সাবেক সেক্রেটারী শিব্বির আহমদ আরজু, শ্রমিক লীগ নেতা সুমন আখঞ্জি প্রমুখ। সভা শুরুর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।