বানিয়াচংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

শফিউল করিম ফুয়াদ : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা প্রশাসন কর্তৃক আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি আবুল কাশেম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভ‚মি) সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, অধ্যক্ষ স্বপন কুমার দাস, ওসি (তদন্ত) আবু হানিফ, ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, মিজানুর রহমান খান, আহাদ মিয়া আনোয়ার হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভ‚ষণ রায়, জেলা ইমাম সমিতির সভাপতি কাজী মাওলানা আতাউর রহমান, আওয়ামীলীগ নেতা ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা শেখ শাহ নেওয়াজ ফুল মিয়া, মোঃ শাহজাহান মিয়া।

আরও বক্তব্য রাখেন বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি জীবন আহমেদ লিটন, ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, হাফেজ শামরুল ইসলাম, এরশাদ আলী, মিজানুর রহমান মিজান, রঞ্জু কুমার দাস, পল্লী বিদ্যুৎ এজিএম মোঃ আবুল হাসান ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মহিবুর রহমান প্রমুখ।

সভায় দ্রব্যমুল্য রোধে নিয়মিত মোবাইল কোর্ট, মাদক, জোয়া ও বখাটেদের বিরুদ্ধে অভিযান, অপ্রাপ্ত বয়স্ক অটোরিক্সা(মিশুক,টমটম) চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং চলমান রাজনৈতিক অবস্থায় সন্ত্রাসী, জ্বালাও পোড়াও কর্মকান্ড রোধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

মামলা প্রত্যাহারের দাবীতে মানব বন্ধনে বক্তারা;বানিয়াচং ছাত্রলীগ সভাপতিকে ফাঁসানো হয়েছে

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

বাড়িতে প্রসব করিয়ে স্বপ্নচারী মাকে মৃত্যুর মুখে ঠেলে দিবেননা:বানিয়াচং উপজেলা চেয়ারম্যান

বানিয়াচংয়ে কৃষক বাছাইয়ের লটারিতে গোপনীয়তা : তোপের মুখে খাদ্য ও কৃষি অফিসার