30 C
Dhaka
সেপ্টেম্বর ২১, ২০২৩ | সময় ০৫:০৯

বানিয়াচংবাসী তথা মডেল প্রেসক্লাবকে আজীবন মনে রাখব, বিদায় সংবর্ধনায় ইউএনও পদ্মাসন

Exif_JPEG_420

আবু হানিফ বিন সাঈদ : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহকে পদোন্নতি পেয়ে এডিসি হিসেবে পদায়ন জনিত বদলি হওয়ায় বিদায় সংবর্ধনা প্রদান করছে বানিয়াচং মডেল প্রেসক্লাব। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কার্যালয়ে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন । বক্তব্যে  উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, পৃথিবীর বিখ্যাত গ্রাম হচ্ছে বানিয়াচং। এ গ্রামের ইতিহাস-ঐতিহ্য সুপ্রাচীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ২ বছরের অধিক সময় দায়িত্ব পালনকালে সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা পেয়েছি। এতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিগত স্থানীয় নির্বাচনে উপজেলাবাসীর সহযোগীতায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার পর থেকে উপজেলার মানুষের সম্পর্কে আমার ধারনা পাল্টে গেছে। ধীরে ধীরে নিজেকে বানিয়াচংয়ের বাসিন্দা হিসেবে নিজেকে মানিয়ে নিয়েছি ।উপজেলার মানুষের তথা মডেল প্রেসক্লাবের আতীয়তায় আমি মুগ্ধ আমি আপ্লুত। কর্মজীবনে যেখানেই থাকি এ অঞ্চলের কথা স্মরণ থাকবে।

সাধারণ সম্পাদক মো: আব্দাল মিয়ার সঞ্চালণায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, বানিয়াচং ইসলামি নাগরিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট শেখ শুয়াইব আহমদ, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা শায়খ সিরাজুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা মোঃ মঞ্জিল মিয়া। স্বাগত বক্তব্য রাখেন মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ফজল উল্লাহ খান ও শেখ আবুল মনসুর তুহিন, গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি,  সাংবাদিক রায়হান উদ্দিন সুমন, মডেল প্রেসক্লাবের সহসভাপতি শামীম চৌধুরী, আব্দুল মালেক, মিজানুর রহমান ও নাঈম উদ্দিনসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

দুধর্ষ এস আই আকবর আটকের নেপথ্য : নিজেকে নির্দোষ দাবী !

বানিয়াচংয়ের ১ লাখ ৩৫ হাজার টাকার ১১মন পোনামাছ অবমুক্ত

সিলেটে এবার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ : ছাত্রলীগ কর্মী আটক

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান