30 C
Dhaka
সেপ্টেম্বর ২১, ২০২৩ | সময় ০৫:৩৭

শেখ হাসিনার উন্নয়নে সারাদেশে বইছে নৌকার জোয়াড়:আব্দুল মজিদ খান এমপি

আবু হানিফ বিন সাঈদ : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা শ্রমিকলীগের কার্যালয় উদ্বোধন করেছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি। রোববার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় স্থানীয় বড়বাজার জীপস্ট্যান্ডে কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলায় বিগত পনেরো বছরে অভ‚তপূর্ব উন্নয়ন হয়েছে।

উন্নয়নের ছোঁয়ায় অনুপ্রাণিত হয়ে আমি যেখানেই যাই জনগণ আমার পাশে থাকেন, আমাকে ভালোবাসেন। মানুষ উদগ্রীব হয়ে আছেন আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য। আমার ও নৌকার সমর্থনে জনগণের জোয়াড় দেখে কিছু বিরোধীপক্ষ ঈর্ষান্বিত হচ্ছেন। আসুন সকল ভেদাভেদ ভুলে উন্নয়নের স্বার্থে আবারও নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করি।

বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ বানিয়াচং উপজেলা শাখার সভাপতি মাহমুদ বিশ্বাসের সভাপতিত্বে ও সেক্রেটারী রুবেল মিয়ার পরিচালনায় উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, শ্রমিকলীগ সসহসভাপতি আবু হাসান চৌধুরী সেবুল, সুমন আখঞ্জি প্রমুখ।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

তর্কবাগীশ সাহিত্য সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল

বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর ব্যবস্থা,বানিয়াচংয়ে আইনশৃঙ্খলা সভায় ইউএনও পদ্মাসন সিংহ

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

মৎস্য সপ্তাহের অঙ্গিকার বাস্তবায়নের দায়িত্ব কার?