আবু হানিফ বিন সাঈদ : হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি এবং গণতন্ত্র বিকাশে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অবদান অপরিসীম ও অতুলনীয়। তাঁর দূরদৃষ্টি, বলিষ্ঠ নেতৃত্ব এবং জনকল্যাণমুখী কার্যক্রমে দেশ আজ এগিয়ে যাচ্ছে। ক্রমাগত প্রবৃদ্ধি অর্জনসহ মাথাপিছু আয় বাড়ছে, কমছে দারিদ্র্যের হার। তাঁর সাহসিকতা এবং নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়ন হয়েছে। উন্নয়ন ও জনগণের কল্যাণে শেখ হাসিনার যুগান্তকারী কর্মসূচি বাংলার ইতিহাস হয়ে থাকবে।
রবিবার ১০ সেপ্টেম্বর সকালে বানিয়াচং উপজেলা পরিষদের হলরুমে আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
তিনি আরো বলেন দলকে সুসংগঠিত করতে অতীতের সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলের স্বার্থে কাজ করতে হবে। সামনের নির্বাচনে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। জনগণকে জানান দিতে হবে নৌকা মানেই উন্নয়নের প্রতীক। নৌকা মানেই কাদামাটির রাস্তায় পিচঢালা রাস্তা নির্মাণ। নৌকা মানেই খেটে খাওয়া দিনমজুরের ভাগ্য উন্নয়নের প্রতীক। প্রতিটি বাড়ি, প্রতিটি পাড়া-মহল্লায় সরকারের উন্নয়নের কথা জানাতে হবে।
১নং উত্তর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান জনাব মিজানুর রহমান খান এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী হারুন মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক তজম্মুল হক চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা আক্তার, মুরাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান এরশাদ আলী, বড়ইউড়ি ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আহমেদ, ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আরফান উদ্দিন, ৪ নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, পুকড়া ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ শামরুল ইসলাম, দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, খাগাউড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ শওকত আরেফিন সেলিম,
আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক আবুল হোসেন, ২নং উত্তর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্তাকিন বিশ্বাস, আওয়ামী লীগ নেতা আরজু মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, সাংগঠনিক সম্পাদক মো: শাহিবুর রহমান ও মারুফ মিয়া, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মাহমুদ বিশ্বাস, সাধারণ সম্পাদক রুবেল মিয়া, সহ-সভাপতি সেবুল চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু আশফাক চৌধুরী বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ জেড এম উজ্জ্বল ও মাহমুদ হোসেন খান মামুন আরো অনেক।