জীবন আহমেদ লিটন : হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সার্ভার গত বৃহস্পতিবার থেকে বিকল রয়েছে। ফলে, বয়স্ক, বিধাব, প্রতিবন্ধি, স্বামী নিগৃহীতা প্রত্যাশারীরা আবেদন করতে না পেরে চরম ভোগান্তি পোহাচ্ছেন।
জানা যায় গেল সপ্তাহ থেকে আগামী সেপ্টের মাসের ১০ তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়ে সকল ভাতা প্রত্যাশীদের অনলাইনে আবেদন করতে নির্দেশনা দেওয়া হয়। সেই মোতাবেক মাইকিং করে উপজেলা সমাজসেবা অধিদপ্তর। খবর পেয়ে প্রচন্ড গরম উপেক্ষা করে হাজারো নারী-পুরুষ নিজ নিজ ইউনিয়ন অফিস ও বিভিন্ন কম্পিউটারের দোকানে ভীড় জমান।
কিন্ত অপারেটর ফরম পুরণ করে ফিনিশিং দিতে চাইলে আবেদনকারীর বিকাশ বা অন্যান্য অপারেটরের মোবাইল নম্বর mobile not verified দেখায়। ফলে আবেদন না করেই হতাশা নিয়ে ঘরে ফিরছেন ভাতা প্রত্যাশীরা।
স্থানীয় আমিরখানী মহল্লার রাহেলা বিবি জানান, মাইকিং শুনে ইউনিয়ন অফিসে সারাদিন বসে থেকে আবেদন করতে পারিনি। তোপখানা মহল্লার মিনারা বেগম জানান, বৃহস্পতিবার সকালে এসে লাইনে দাঁড়াই, তারপর দিনভর অপেক্ষা করে আবেদন করতে পারিনি।
রোববার (২০ আগষ্ট) দুপুর ১২ টায় বানিয়াচং উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম প্রধান জানান, সার্ভার জটিলতার কারণে সবজায়গায়ই আবেদন করতে পারছে না। আমরা জটিলতা নিরসনে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি।