শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে. বহুতল ভবন উদ্বোধনকালে আব্দুল মজিদ খান এমপি

শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে. আব্দুল মজিদ খান
জীবন আহমেদ লিটন : হবিগঞ্জের বানিয়াচংয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে আইডিয়েল কলেজের নবনির্মিত ৪তলা ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ মে) দুপুরে ভবনটি উদ্বোধন করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। পরে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খানের সভাপতিত্বে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, অধ্যক্ষ স্বপন কুমার দাশ, অধ্যক্ষ সুলতান আহমদ ভূঁইয়া, বিপুল ভূষণ রায়, অধ্যক্ষ আব্দাল হোসেন খান ও প্রভাষক জসিম উদ্দিন। সভা সঞ্চালণা করেন প্রভাষক অরূপ কুমার দাস। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ ফরিদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সরকার শিক্ষাক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত করেছে। মফস্বল এলাকায়ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোটি কোটি টাকা ব্যয় করে বহুতল ভবন নির্মাণ করে দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের বহুমুখি শিক্ষা অর্জন করে স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

ইভটিজিং নারী ও শিশু নির্যাতন ধর্ষণ প্রতিরোধে নবীগন্জে আলোচনা সভা

সকলের সহযোগীতায় স্মার্ট বানিয়াচং গড়তে চাই,নবাগত ইউএনও মাহবুবুর রহমান

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

শারীরিক দুরত্ব বজায় রেখে বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল