বানিয়াচংয়ে মাথায় আঘাতের চিহ্নযুক্ত বৃদ্ধার লাশ উদ্ধার,মৃত্যু নিয়ে ধুম্রজাল

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে আনোয়ারা বেগম ৭৩ বছরের বৃদ্ধার রক্তমাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ( ৭ মে) ভোর ৫ টায় লাশটি উদ্ধার করা হয়। নিহত আনোয়ারা উপজেলার মজিলশপুর গ্রামের মৃত তাজ্জুল খার স্ত্রী ও ১ নং ইউপির গ্রাম পুলিশ আম্বিয়া বেগমের মাতা। এই রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে ধুম্রজাল।

গ্রাম পুলিশ আম্বিয়া বেগম জানান, তার মা রাত ৩ টায় প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাইরে যান। ঘন্টাখানেক পরেও ঘরে না আসায় তিনি বের হয়ে দেখেন রক্তমাখা অবস্থায় তার মা পরে আছেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ভোর ৫ টায় লাশ উদ্ধার করে সুরতহাল শেষে মর্গে পাঠানো হয়েছে। বানিয়াচং সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে দৈনিক অনুসন্ধানকে বলেন, অধিকতর তদন্ত শেষে মৃত্যুর রহস্য উদঘাটন করা হবে।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

নবীগন্জে করোনা মোকাবেলায় অবিরাম ছুটছেন এসিল্যান্ড সুমাইয়া

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

বানিয়াচংয়ে চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

বানিয়াচংয়ে স্বাস্থ্যবিধি লঙ্ঘন : এসিল্যান্ড উর্মির অভিযানে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা