হবিগঞ্জে ক্রীড়া দিবস উদযাপন

হবিগঞ্জ প্রতিনিধি : ‘স্মার্ট বাংলাদেশ. স্মার্ট ক্রীড়াঙ্গণ, শেখ হাসিনার দর্শণ” প্রতিপাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে র‌্যালি, আলোচনা সভা ও আলোকসজ্জা অনুষ্ঠানের আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা।

আধুনিক স্টেডিয়াম থেকে একটি র‌্যালি বের হয়। পরে স্টেডিয়ামের সামনে জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বদরুল আলম এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তৃতা করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এডভোকেট শাহ ফখরুজ্জামান,

অতিরক্ত সাধারন সম্পাদক মঈনউদ্দিন তালুকদার সাচ্চু, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, সদস্য সুজন, হাফিজুর রহমান ও নাঈম। এ উপলক্ষে আধুনিক স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে আলোকসজ্জা করা হয়।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

হবিগঞ্জ-২ আসনে ব্যাপক উন্নয়ন করায় মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি মজিদ খানকে সংবর্ধনা

পোনা মাছ নিধনকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা,বানিয়াচংয়ে মৎস্য সপ্তাহে ইউএনও পদ্মাসন

সিলেট বিভাগে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হলেন জেলা প্রশাসক ইশরাত জাহান

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান