তারাবির সময় দলবল নিয়ে কিস্তি আনতে গিয়ে মহিলার বাড়িতে লাঞ্চিত টিএমএসএস ম্যানেজার

মোছাঃনিছপা আক্তার -: হবিগঞ্জের বাহুবলে পবিত্র রমজান মাসে তারবির নামাজের সময় কিস্তির টাকা আদায় করতে গিয়ে বটি’র তাড়া খেয়ে পালিয়ে গেলেন টেঙ্গামারা মহিলা সমবায় সমিতির (টিএমএসএস) ম্যানেজার রেজাউল করিম ও তার সহযোগীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮মার্চ) রাত ৯টার দিকে বাহুবলের ইসলামাবাদ সফিক মিয়ার বাড়িতে।

জানা যায়, ওই গ্রামের সফিক মিয়ার স্ত্রী মিনারা খাতুন টিএমএসএস বাহুবল শাখা হতে ১লক্ষ ৫০ হাজার টাকা ঋন নিয়েছিলেন। এতে দুই মাসে প্রায় ৩০ হাজার টাকা আটকে যাওয়ায় পকিত্র রমজান মাসে ম্যানেজার রেজাউল করিম সহ একদল লোক ওই মহিলার বাড়িতে যান।

এমতাবস্থায় সফিক মিয়ার পুত্র সুয়েব মিয়া একটি বটি দা নিয়ে তাড়া করলে ম্যানেজার ও সহকর্মীরা পালিয়ে যান। ম্যানেজার রেজাউল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবগত ও থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান ।

উল্লেখ্য, মেনেজার রেজাউল বানিয়াচংয়ে থাকাকালীন সময়েও তার অসধাচরনের জন্য একাধিকবার লাঞ্চিত হয়েছেন।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

বানিয়াচং ২ নং ইউপির অধিকাংশ এলাকা প্লাবিত

বৃৃক্ষরোপণ মডেল প্রেসক্লাবের সৃষ্টিশীলতার প্রতিচ্ছবি,অতিরিক্ত পুলিশ সুপার পলাশ দে

বানিয়াচংয়ে নবজাতক শিশুকে খুন করলো পাষানি আপন চাচী: আদালতে স্বীকারোক্তি