বিশ্ব ভোক্তা-অধিকার দিবসে ইউএনও পদ্মাসন সিংহ:ব্যবসায় অনিয়ম হলে কঠোর ব্যবস্থা

স্টাফ রিপোর্টার : “নিরাপদ জ্বালানি-ভোক্তাবান্ধব পৃথিবী” এ স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ২০২৩ যথাযথভাবে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৫ মার্চ) বেলা ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও পদ্মাসন সিংহের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির ভাষণে পদ্মাসন সিংহ বলেন, সকল শ্রেণীর ভোক্তাদের অধিকার নিশ্চিত করণে আইনের বিভন্ন ধারা রয়েছে। পণ্য মজুদ করা, চড়া মুল্য রাখা হলে এবং ব্যবসা প্রতিষ্ঠানে মুল্য তালিকা টানিয়ে না রাখলে কঠোর আইনন প্রয়োগের মাধ্যমে আসছে রমজানে বাজার স্থিতিশীল রাখা হবে। ক্রেতারা কোথাও পণ্যে ভেজাল দেখলে এবং মুল্য বেশি রাখলে তাৎক্ষনিক তাকে অবিহিত করতে অনুরোধ জানান ইউএনও পদ্মাসন সিংহ।

সভায় বক্তৃতা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, বীরমুক্তিযোদ্ধা মোঃ মঞ্জিল মিয়া, ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জীবন আহমেদ লিটন, জাকির রেজা ও সাংবাদিক নুরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

আরও পড়ুন...

হবিগঞ্জে বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষকদের মানববন্ধন 

বানিয়াচংয়ে নারীর মাধ্যমে যুবক অপহরণকারী মুল হোতা মশিউর গ্রেফতার

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

হবিগঞ্জে অসহায় নারীকে পিঠার বক্স উপহার