বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হৃদরোগ বিভাগে চান্স পেলেন ডা.মনির লস্কর

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার চানপাড়া গ্রামের বাসিন্দা ও বানিয়াচং মেডিকেল সার্ভিসেস’র এর পরিচালক ডা. মনির লস্কর মেধা তালিকায় ৫ম স্থান অধিকার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগে ভর্তি হওয়ার সুযোগ লাভ করেছেন। তিনি আগামী জুলাই মাসে কর্মস্থলে যোগদান করবেন।

ডা.মনির লস্কর বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৭ সালে এস এসসি ও ১৯৯৯ সালে সরকারি জনাব আলী ডিগ্রিী কলেজ থেকে কৃতিত্বের সহিত আইএ পাশ করে রংপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার গৌরব অর্জন করেন। সেখান থেকে তিনি এমবিবিএস পাশ করে এলাকার মানুষকে চিকিৎসা সেবা অব্যাহত রেখে বেশ সুনাম অর্জন করেছেন।

ডা, মনির লস্কর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ায় তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসংখ্য মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন।

আরও পড়ুন...

শেখ হাসিনা থাকতে না খেয়ে মরবেন না: বন্যার্তদের উদ্দেশ্যে ডিসি কামরুল হাসান

সিলেট বিভাগে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হলেন জেলা প্রশাসক ইশরাত জাহান

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

লাখাইয়ে ৫ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার