বানিয়াচংয়ে মাছচাষকৃত পুকুরে বিষ ঢেলে কয়েক লাখ টাকার ক্ষতি সাধন,থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের বানিয়াচংয়ে পল্লী বিদ্যুৎ অফিসের পূর্বের হাওরের একটি লীজকৃত পুকুরে ৯ মার্চ ২০২৩ বিষ ঢেলে কয়েক লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুস্কৃতিকারীরা। প্রতিকার চেয়ে ৩ জনকে আসামী করে বানিয়াচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় দরগা মহল্লা (নন্দী পাড়া) গ্রামের জৈন উল্লার পুত্র ক্ষতিগ্রস্থ আব্দুল হামিদ। পুলিশ ক্ষতিগ্রস্থ পুকুরটি সরজমিনে তদন্ত করেছে।

আব্দুল হামিদ মিয়া অভিযোগে উল্লেখ করেন, একই এলাকার ওয়াহেদ আলীর পুত্র কামরুল ইসলাম, নজরুল ইসলাম ও নন্দীপাড়া মহল্লার আব্দুল হক মিয়া জ্বিদের ভষিভূত হয়ে তার চাষকৃত পুকুরে প্রচুর পরিমান বিষ ঢেলে তার অপুরনীয় ক্ষতি সাধন করেছে। তারা এর আগেও পুকুরটি থেকে জোরপুর্বক মাছ আহরণ করেছেন বলে অভিযোগে উল্লেখ করেন হামিদ।

তদন্তকারী কর্মকর্তা বানিয়াচং থানার এস আই জাকির হোসেন জানান, আমি সরজমিনে গিয়েছি। আরও অনুসন্ধানের পর বিস্তারিত জানানো হবে।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

এক ঝাঁক ডাক্তারের ছোঁয়ায় বানিয়াচং হাসপাতাল এখন রোগীদের ভরসাস্থল

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

হাজারো মানুষের উপস্থিতিতে আ’লীগ নেতা শাহজাহান মিয়ার চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

সাংবাদিক পাবেল চৌধুরীর মাতার মৃত্যুতে বানিয়াচং মডেল প্রেসক্লাবের শোক প্রকাশ