২০ ফেব্রুয়ারি বাহুবলে ২৯ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল

আলফা বেগম -হবিগঞ্জ প্রতিনিধি : ২০ ফেব্রুয়ারী ২০২৩

    ‘জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন’ পালন উপলক্ষে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা অবহিতকর ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় তথ্য প্রকাশ করা হয় উপজেলার ১৬৮ টি অস্থায়ী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি স্হায়ী কেন্দ্রে একযোগে  ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৪ শ‍‍` ৮২ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৫ হাজার ৮ শ‍‍` ৯১ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

    উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ বাবুল কুমার দাশের সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই মোঃ উস্তার মিয়ার পরিচালনা অনুষ্ঠিত সভায় রিসোর্সপার্সন ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ রুহুল আমিন, বাহুবল মডেল থানার ওসি তদন্ত প্রজিত চন্দ্র দাস, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াহেদ।
     
    সভায় বক্তব্য রাখেন মডেল প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নুর, ব্র্যাক এর প্রতিনিধি নার্গিস আক্তার, ইসলামিক ফাউণ্ডেশন এর প্রতিনিধি মাওলানা বশির আহমেদ প্রমুখ।

    Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

বঙ্গবন্ধু জাতির জন্য জীবন উৎস্বর্গ করেছিলেন ॥ এমপি আবু জাহির

সুশৃঙ্খল সমাজ বিনির্মানে ইমামদের ভুমিকা গুরুত্বপূর্ণ : এমপি মজিদ খান

ইংলিশ কুইজে এবার বিভাগে ২য় গরীব হোসেন প্রাইমারি স্কুলের শিক্ষার্থী আয়াত

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান