ভূল বিকাশ নম্বরে চলে যাওয়া টাকা পুলিশ সুপারের হস্তক্ষেপে উদ্ধার

আলফা বেগম, হবিগঞ্জ প্রতিনিধি : জনৈক কামাল মিয়া (৩৪), পিতা-মোঃ সাহেব আলী, সাং-ভাদৈ, ইউপি-গোপায়া, থানা ও জেলা-হবিগঞ্জ গত ৩০-০১-২০২৩ হবিগঞ্জ সদর থানার জিডি নং-১৮৮৩, তাং-৩০-০১-২০২৩ মূলে অভিযোগ দায়ের করে যে, ভূলক্রমে তার ৫৫,০০০/- (পঞ্চান্ন হাজার) টাকা অনত্র একটি ভূল বিকাশ নাম্বারে চলে যায়। পরবর্তীতে উক্ত নাম্বারে যোগযোগ করলে উক্ত বিকাশ নাম্বারের মালিক ফোন রিসিভ করেন না।

পরবর্তীতে হারানো টাকার মালিক পুলিশ সুপারের কার্যালয়ে আসলে জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম মুরাদ আলি নির্দেশনায় বিষয়টি হবিগঞ্জ জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল এর তৎপরতায় ভূল বিকাশ নাম্বারে চলে যাওয়া ৫৫,০০০/- টাকা পটুয়াখালী জেলার সদর থানাধীন ছোট বিঘাই নামক জায়গা হতে উদ্ধার পূর্বক প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

বাহুবলে মাটি বোঝাই অবৈধ ট্রাক্টর কেড়ে নিল ৮ বছরের শিশুর প্রাণ

করোনায় শিক্ষার্থীদের সীমাহীন ক্ষতি হচ্ছে : বানিয়াচং হাফিজ কল্যান সোসাইটি

বানিয়াচং মডেল প্রেসক্লাব গঠন: স্থান পেলেন একঝাঁক উদীয়মান সাংবাদিক