24 C
Dhaka
ফেব্রুয়ারি ৩, ২০২৩ | সময় ০৮:৫১

ওসি অজয় চন্দ্র দেবের নেতৃত্বে বানিয়াচংয়ে অভিযান অব্যাহত,ফের ৩ জুয়াড়ী আটক

জীবন আহমেদ লিটন : বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেবের নেতৃত্বে অপরাধীর বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। একের পর এক অভিযানী অপরাধীরা অনেকটাই কোনঠাসা হয়ে পড়েছে। নিয়মিত অভিযানে ফের নগদ অর্থসহ ৩ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। রোববার (২২ জানুয়ারী) সন্ধায় উপজেলার ৮ নং খাগাউড়া ইউনিয়নের গুনই টেকারবন্দ হাওর থেকে ওই ৩ জুয়াড়ীকে গ্রেফতার করেন এ এস আই রিমন ঘোষের নেতৃত্বে একদল পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো গুনই গ্রামের সাহাদ মিয়ার পুত্র রেজু মিয়া চৌধুরী, জাহিদ মিয়ার পুত্র সফুল আমিন ও মৃত কিম্মত আলীর পুত্র আমির আলী আকাশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব জানান, জুয়াড়ীদের কাছ থেকে নগদ ২৭ শত ৪০ টাকা ও তাস জব্দ করা হয়েছে।

আরও পড়ুন...

বানিয়াচং থানা পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত আতিক গ্রেফতার

বানিয়াচংয়ে সিএজি চোর চক্রের মুল হোতা দুধর্ষ মিন্টু গ্রেফতার

মানবতার ফেরীওয়ালা প্রবাসী সমাজসেবক রংগলাল দাশ ও কিছু কথা  

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান