30 C
Dhaka
সেপ্টেম্বর ২১, ২০২৩ | সময় ০৫:০৩

একালের নবাবজাদা- জোনাকি ধর

জোনাকি ধর; জানি তুমি নবাব জাদা
জবান দিলে মুখ থাকে না।
নিজের তলায় কাঠ নাই
বসিয়া পরের চেয়ারে
পরামর্শ দেন বেক্কেলরে।
পকেটে নাই কানা কড়ি
ঋণ নাও বিশ কুড়ি।
বাপদাদার ভিটে মাটি
এক কানা খাট ঘর জুড়ি
দিনের বেলা রোদে পুড়ে
বর্ষাকালে ব্যাঙ সাপে দেয় হানা।
ঝড় তুফানে চালা কানা
মনে হয় হাত পাখা
এই হলো মালিকানা।
সংসারী সে মস্ত বড়
খানা গুনে যায়না বলা
বউ কয়ডা আসে যায়
হালি ডজন সন্তান পায়।
নারীর প্রতি লোভটা বেশি
ঘরে তাই বউ থাকে না।
চালাক চতুর ভাব খানা
লোকে বুঝে তুমি মস্ত বোকা
সুযোগ পেলেই দাও ধোঁকা ।
বাপদাদার সেরওয়ানী পরে
গোঁফে যতোই তেল দাও
কাজকর্ম কর না
ছাড়ে না তাই দারিদ্রতা।
বাপ খাওয়াতো চিতল কাতলা মাছ
সবই মনের স্মৃতি আজ।
মস্ত বংশ মস্ত নামী
চোখ মুখ অহংকারী
কথায় কাজে মিল নাই
তবু নয় সে অপমানী।
মাঝে মাঝে কষ্ট লাগে
পূরণ হয় না কোন আশা।
চরিত্র ভালোই
করেছে কয়টা বিয়া
জ্ঞান বলতে দুইতিন ক্লাস
সেই বিদ্বান কয়জন আজ
ভাব ধরিয়া জীবন চলে
মরার আগে ভিক্ষা জুটে।
বাঁচিতে নবাবজাদা
মরিলে হারামজাদা।

লেখক-
কবি ও সাহিত্যিক।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

বানিয়াচংয়ে দুঃস্থ সেনা বীর মুক্তিযোদ্ধাকে বাসস্থান উপহার

মুরাদপুর ইউনিয়নে ২৩টি গ্রাম প্লাবিত : ঠাঁই নিচ্ছেন আশ্রয় কেন্দ্রে

বাহুবলে নাম পরিচয়হীন অচেতন ব্যক্তিকে হাসপাতালে ভর্তি