আলফা বেগম, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে অজ্ঞাত এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে বাহুবল উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।
রোববার (৪ ডিসেম্বর) সন্ধা ৬ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজারে তাকে উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন জানান, দ্রুতগামী একটি বাস থেকে নামিয়ে দেওয়ার পর অচেতন অবস্থায় লোকটিকে দেখতে পেয়ে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয়রা।