কবিতা ধরণীর শ্রেষ্ঠ স্বামী- তাহেরা বেগম লীজা

তোমার মুখের মিষ্টি হাসি মিষ্টি কথা লাগে আমার ভালো
তুমি যদি হারিয়ে যাও নিভবে আমার হুদয়েরি আলো।
তোমার শানে সকাল বিকাল স্বপ্ন বুনি আমি
তোমার তরে জীবন আমার রাখতে পারি বাজী।
তোমার মুখের হাঁসি টুকু লাগে আমার ভালো,
তুমি আমার ভালবাসা, বেঁঁচে থাকার আলো।
রাজার যেমন রাজ্য আছে, আমার আছ তুমি
তুমি ছাড়া জীবন আমার ধু ধু মরুভুমি।
মাহমুদুল হাসান রুবেল আমার মতে
ধরণীর শ্রেষ্ঠ একজন স্বামী।

লেখক-
তাহেরা বেগম লিজা,
আজমিরীগঞ্জ প্রতিনিধি,
দৈনিক অনুসন্ধান।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

ব্রিতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে বানিয়াচংয়ে মানববন্ধন ॥ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

কর্মকর্তাদের স্বজন ছাড়া ঈদ ও কিছু কথা-শিব্বির আহমদ আরজু

বানিয়াচংয়ে শিশু চালকের হাতে ব্যাটারি চালিত মিশুকের স্টিয়ারিং