বাহুবলে পল্লী বিদ্যুতের উদাসীনতায় জুলন্ত তারে লেগে প্রাণ গেল গৃহবধুর

মোহাম্মদ সমরাজ মিয়া, হবিগঞ্জ প্রতিনিধি :হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় বিদ্যুতের ছেড়া জুলন্ত তারে জড়িয়ে নিজ উঠোনেই মর্মান্তিক মৃত্যু হয়েছে হোসনে আরা নামের গৃহবধুর। তিনি ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের বাসিন্দা। সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়দের দাবী পল্লী বিদ্যুত কর্তৃপক্ষকে বার বার তাগিদ দিলেও বাড়ি উঠানে ছিড়ে পরা বিদ্যুতের তার মেরামত না করায় প্রাণ হারালেন তিনি। নিহতের পরিবারের পক্ষ থেকে কর্তৃপক্ষের শাস্তির দাবী জানানো হয়েছে।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

দৈনিক সময়ের আলোর নগর সম্পাদকের মৃত্যুতে বানিয়াচং প্রেসক্লাবের শোক

এসিল্যান্ড উত্তম দাশের ভেজাল বিরুধী অভিযান ; ৪৫ হাজার টাকা জরিমানা

আজমিরীগন্জ সাংবাদিক ফোরাম ও রিপোটার্স ইউনিটির মতবিনিময়