বানিয়াচংয়ে ভিপি ভুমি থেকে গাছ কর্তনকালে জব্দ, বেঁচে গেল সরকারী রাজস্ব

সজল দেব, নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে ভিপি জায়গা থেকে একটি বড় আঁকারের কড়ই গাছ সন্তোষ ভট্রাচার্য নামের ব্যক্তি কর্তন করে বিক্রি করার সময় জব্দ করেছে প্রশাসন। সে ২ নং উত্তর পশ্চিম ইউনিয়নের রঘু চৌধুরী পাড়ার দেবদাস ভট্রাচার্যের পুত্র। গাছটি জব্দ করায় আইনগতভাবে নিলামে বিক্রি করার সুযোগ হয়েছে। ফলে সরকারী কোষাগারে জমা হবে রাজস্ব। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সহকারী তহশিলদার কামরুল হাসান রুবেল সরজমিনে গিয়ে গাছটি জব্দ করেন।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভুমি) ইফফাত আরা জামান উর্মি জানান, কর্তনের খবর পেয়ে তাৎক্ষনিক গাছটি জব্দ করেছি। এখন আইনগত পক্রিয়া শেষে নিলামে বিক্রি করা হবে।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

লাখাইয়ে প্রচারাভিযানে বনবিভাগের কর্মকর্তারা বলেছেন অতিথি পাখি শিকার করলেই জেল- জরিমানা

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

কৃষকের মুখে হাসি ফোটাতে প্রনোদনায় ধান ক্রয় করা হচ্ছে : এমপি আব্দুল মজিদ খান

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

বানিয়াচংয়ে স্থাপন হবে দুগ্ধবাজার :প্রাণীসম্পদ প্রদর্শনী উদ্বোধনকালে উপজেলা চেয়ারম্যান

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান