27 C
Dhaka
সেপ্টেম্বর ২৫, ২০২২ | সময় ০৬:১৯

বানিয়াচংয়ে ভিপি ভুমি থেকে গাছ কর্তনকালে জব্দ, বেঁচে গেল সরকারী রাজস্ব

সজল দেব, নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে ভিপি জায়গা থেকে একটি বড় আঁকারের কড়ই গাছ সন্তোষ ভট্রাচার্য নামের ব্যক্তি কর্তন করে বিক্রি করার সময় জব্দ করেছে প্রশাসন। সে ২ নং উত্তর পশ্চিম ইউনিয়নের রঘু চৌধুরী পাড়ার দেবদাস ভট্রাচার্যের পুত্র। গাছটি জব্দ করায় আইনগতভাবে নিলামে বিক্রি করার সুযোগ হয়েছে। ফলে সরকারী কোষাগারে জমা হবে রাজস্ব। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সহকারী তহশিলদার কামরুল হাসান রুবেল সরজমিনে গিয়ে গাছটি জব্দ করেন।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভুমি) ইফফাত আরা জামান উর্মি জানান, কর্তনের খবর পেয়ে তাৎক্ষনিক গাছটি জব্দ করেছি। এখন আইনগত পক্রিয়া শেষে নিলামে বিক্রি করা হবে।

আরও পড়ুন...

সাংবাদিকরা জাতির জাগ্রত বিবেক : বানিয়াচংয়ে ইউএনও পদ্মাসন সিংহ

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

বানিয়াচং উন্নয়ন মেলায় ভূমি অফিস চ্যাম্পিয়ন

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

বানিয়াচং মডেল প্রেসক্লাবের চা-চক্রে জাতির কল্যানে লিখনির সিদ্ধান্ত