বানিয়াচংয়ে বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট প্রদান

আতিক হাসান আবিদ, বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জিবীত ১০২ জন বীর মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড প্রদান করা হয়েছে। বুধবার (০৩ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও পদ্মাসন সিংহের সভাপতিত্বে এক জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতির সূর্য সন্তানদের বহুল কাঙ্খিত কার্ডগুলো বিতরণ করেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার, অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার প্রমুখ।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

বানিয়াচংয়ে ১৪ দিনের লকডাউন নিশ্চিতে এসিল্যান্ড’র নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

২ হাজার দরিদ্রকে ঈদ সামগ্রী দিলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

বানিয়াচংয়ে জার্মান প্রবাসী চনু’র উদ্যোগে পৌণে ৩ শ মানুষকে খাদ্য উপহার